ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোহিত-মৌনীর বিচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১৩ আগস্ট ২০১৮

টেলিভিশন জগতের এক হার্টথ্রবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মৌনী রায়। টেলিভিশন তারকা মোহিত রায়নার সঙ্গে মৌনী রায়ের সেই সম্পর্কের কথা বলিউডে ওপেন সিক্রেট। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরেছে।

‘দেবো কা দেব মহাদেব’-এ তারা একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত। প্রথমে বন্ধুত্ব, আর তারপর থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে মোহিত ও মৌনীর সম্পর্ক। কিন্তু সম্পর্ক গভীরে পৌঁছানোর আগেই তা ভেঙে গেছে।

এ বিষয়ে মৌনী রায় জানান, তার সঙ্গে মোহিত রায়নার আর কোনও সম্পর্ক নেই।
এক সাক্ষাৎকারে মৌনী জানিয়েছেন, বাজারে যা রটছে, তা নিতান্তই রটনা। মোহিতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এমনকী, তারা বন্ধুও নন।

তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরেই সিঙ্গল। মোহিত আর আমি বন্ধুও নই।’
বোঝাই যাচ্ছে কোন একটি ঝামেলা হয়েছে। কারণ এর আগে সোশ্যাল সাইটে ‘বন্ধু’ মোহিতের সঙ্গে একাধিক ছবি দিয়েছিলেন মৌনী। মোহিতও আগে স্বীকার করেছেন, ইন্ডাস্ট্রিতে তার একজনই মাত্র বান্ধবী রয়েছেন। তিনি মৌনী। কিন্তু সম্পর্কের কথা স্বীকার করেননি কখনও। শুধু বলেছেন, একমাত্র মৌনীর সঙ্গেই তাকে দেখা যায়। আর সেই কারণেই ডেটিংয়ের গুজব ছড়ায়। কিন্তু তাদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক নেই। তিনি এবং মৌনী, দু’জনেই এইসব নিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন।
সূত্র : সংবাদ প্রতিদিন
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি