ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দেবের ফটোশ্যুটে নায়িকাদের `হইচই`! [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৫ আগস্ট ২০১৮

সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’র পোস্টার শ্যুটের ভিডিও। মুক্তি পেতেই হইচই পড়ে গেছে দর্শক মহলে৷ একঝাঁক তারকার মেলা দেখা যেতে চলেছে দেব প্রযোজিত তথা অভিনীত ছবিটিতে। দেব, কৌশানী, পূজা, শাশ্বত, রজতাভ, খরাজ অভিনীত এই ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। ছবির ফটোশ্যুটে চলল তারকাদের চরম `হইচই`, যা ধরা পড়েছে ভিডিও-তে।

মাঝে পড়ে গেছেন দেব, একদিকে কৌশানী আর অন্যদিকে পূজা। এমন অবস্থায় দুজনের মধ্যে চলছে দেবকে ঘিরে টানাপোড়েন। এই পরিস্থিতির ফটোশ্যুটি চলছিল। আর তাকে ঘিরেই বেশ হইচইতে মাতেন তারকারা। চলে দেদার হাসি, ঠাট্টা, আড্ডা। খোশ মেজাজে দেখা গেল অভিনেতা দেবকে।

প্রসঙ্গত, বহু বছর পর ছবির হাত ধরে ফের একবার টলিউডে পা রাখতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। `চ্যালেঞ্জ ২` ছবিতে তাকে দেখা গিয়েছিলে দেবের সঙ্গে।

ছবিতে একটিগুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা। ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় থাকতে চলেছে কৌশানী। ছবিতে থাকছেন সায়ন্তনী গুহ ঠাকুরকতাও।

উল্লেখ্য, এর আগে ছবিতে মিমি ও প্রিয়াঙ্কার থাকার কথা ছিল। কিন্তু কিছু বিতর্কিত বিষয়ের জন্য ছবি ছেড়ে বেরিয়ে যান দুই তারকা অভিনেত্রী।

সূত্র: ওয়ানইন্ডিয়া

একে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি