ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঝাঁসির রানির অবতারে কঙ্গনা, মুক্তি পেল প্রথম লুক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৭ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:১০, ১৭ আগস্ট ২০১৮

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবার ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেল কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি মণিকর্নিকার পোস্টার। ছবিতে ঝাঁসির রাণি লক্ষ্মীবাই-য়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। পোস্টারেও সে অবতার একেবারে স্পষ্ট। যোদ্ধা লুকে একেবারে অন্য অবতারে এই অভিনেত্রী।

এই ছবির জন্য নিজেকে দীর্ঘদিন ধরে তৈরি করেছেন কঙ্গনা। লক্ষ্মীবাই-য়ের চরিত্র ফুটিয়ে তোলার জন্য তলোয়ার চালনা থেকে শুরু ঘোড়ায় চড়া, সবই শিখেছেন এই অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে নিজেকে ইতিমধ্যেই অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন কঙ্গনা। এবারও তাই তাঁর ছবি মণিকর্ণিকাকে নিয়ে প্রত্যাশা একটু বেশী। ছবিতে তাঁতিয়া টোপির চরিত্রে দেখা যাবে অতুল কুলকর্নিকে এবং সদাশীব-এর চরিত্রে দেখা যাবে সনু সুদকে।     

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি