ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসছে ঈদে দুই ধারাবাহিকে তরুন অভিনেতা রাসেল ফিজিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দর্শকদের জন্য দুইটি ৭ পর্বের ধারাবাহিক নাটকে দেখা যাবে ঘাটাইলের খায়ের পাড়া গ্রামের ছেলে রাসেল ফিজিওকে। ধারাবাহিক দুইটি”মাহিনের রুপবান বিয়ে ও ফ্যাটম্যান ফ্যান্টাসটিক “রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। 

তরুণ অভিনেতা রাসেল ফিজিও বলেন, প্রত্যেক নাটক হওয়া দরকার কাহিনী নির্ভর দর্শক ভালো গল্পের নাটক দেখতে পছন্দ করে। অভিনেতা নয়,গল্পই একজন নাট্যকারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এ সময়ের অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় নাট্যকার ও পরিচালক সাগর জাহান ভাইয়ার ফ্যাটম্যান ফ্যান্টাসটিক একটি অসাধারণ ধারাবাহিক। সাগর জাহান ভাইয়ার প্রত্যেকটি নাটকের গল্প অতুলনীয়।

তার গল্পে একটি সাধারণ ছেলে অভিনয় করলেও দর্শকের কাছে জনপ্রিয়তা পাবে। কারন তিনি মানুষের ভিতর থেকে অভিনয় বের করে নিয়ে আসেন। তাঁর নাম সাগর হলেও মনটা মহাসাগর। তিনি আমাকে প্রত্যেকটি সংলাপ শিখিয়ে এই নাটকে অভিনয় করিয়েছেন।

তাঁর প্রত্যেক নাটকেই ভাব, রস ও চমক থাকে। ফ্যাটম্যান ফ্যান্টাসটিকেও নতুন কিছু চমক দর্শক দেখতে পারবে। আর এই চমক দেখতেই ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে বাংলাভিশনে চোখ রাখতে হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি