ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মার্কিন মুলুক ‘শাসন’ করছে বলিউড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ১৭ আগস্ট ২০১৮

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর ‘হামটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-তেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট।

শোনা যায়, করণ জহরের সিনেমা দিয়ে যখন বলিউডে ডেবিউ করেন বরুণ, আলিয়া সেই সময়ই নাকি তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে অবশ্য জানা যায়, আলিয়ার সঙ্গে নয় ছোটবেলার বন্ধু নাতাশাকে ভালবাসেন বরুণ। অন্যদিকে আলিয়া মজেন সিদ্ধার্থ মালহোত্রায়।  

পরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিচ্ছেদের পর আপাতত রণবীর কাপুরের প্রেমে মগ্ন আলিয়া ভাট। কিন্তু, জানেন কি বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট-এর ‘ডান্স স্টেপ’ এবার নাকি ঝড় তুলেছে মার্কিন মুলুককে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন মুলুকের একটি ‘ডান্স রিয়েলিটি’ শো-এর প্রতিযোগীরা বরুণ ও আলিয়ার ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র গানকে বেছে নিয়েছেন।  

শুধু তাই নয়, রিয়েলিটি শো-তে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র টাইটেল ট্র্যাকেই নাচতে দেখা যাচ্ছে তাদের। এপর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, বরুণ, আলিয়ার মত চমক নিয়ে নাচতে পারেননি রিয়েলিটি শো-এর ওই মার্কিন প্রতিযোগীরা।

সূত্র: জি নিউজ

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি