ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাঈম-বৃষ্টির ‘শুভর বিবাহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৯ আগস্ট ২০১৮

বিয়ে করলেন অভিনেতা এফ এস নাঈম ও লাক্স সুন্দরী বৃষ্টি ইসলাম। তবে বাস্তবে নয়, নাটকে। নাটকটির নাম ‘শুভর বিবাহ’। এটি রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন।
এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘এ নাটকের গল্প অসাধারণ। নাটকটি এবারের ঈদে দর্শকের পছন্দের শীর্ষে থাকবে বলে আমার বিশ্বাস। গল্পে চরিত্রানুযায়ী যে ধরনের অভিনেত্রীর প্রয়োজন ছিল, বৃষ্টি তেমনই একজন। তিনি তার চরিত্রটি অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন।’
বৃষ্টি ইসলাম বলেন, ‘এবারের ঈদে আমি দুটি নাটকে অভিনয় করেছি। দুটি নাটকের গল্প দুরকম। তবে শুভর বিবাহ নাটকটির গল্প একটু বেশিই ভালো লেগেছে। নতুন হিসেবে কাজ করতে গিয়ে সবার সহযোগিতা পাচ্ছি। নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে।’
এ নাটক ছাড়াও এবারের ঈদে নাঈমকে সাজ্জাদ সনি, সেতু আরিফ, ফাহমিদা ইরফান, হাবিব শাকিল, মেহেদী হাসান হৃদয়সহ আরও বেশ ক’জন নির্মাতার নাটকে দেখা যাবে। বৃষ্টিকে এ নাটক ছাড়াও রাজীবুল ইসলাম রাজীবের ‘প্রেম নয় তার থেকেও বেশি কিছু’ নাটকে দেখা যাবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি