ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৯ আগস্ট ২০১৮

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। প্রস্তুতি চলছিল কিছুদিন ধরে। অবশেষে সব জল্পনার অবসান ঘটেছে। আবারও প্রমাণ হয়েছে-‘যা কিছু রটে, তার কিছু বটেও’। শুক্রবার বলিউডের বন্ধু-বান্ধবদের নিয়ে গ্র্যান্ড পার্টির পর শনিবার সকাল থেকেই সরগরম ছিল প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বাড়ি। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বেশ জাঁকজমকের সঙ্গে হয়ে গেল প্রিয়াঙ্কা ও নিকের বাগদান অনুষ্ঠান। বাগদান পর্ব শেষ করে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই একে অপরের সঙ্গে নিজেদের সম্পর্কটি অফিসিয়ালি সবাইকে জানিয়ে দেন।
এদিন বাগদান পর্বে নিকের সঙ্গে চোখে চোখ রেখে ঘনিষ্ঠভাবে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। সমস্ত হৃদয়, শরীর ও আত্মা দিয়ে তিনি নিককে নিজের জীবনে গ্রহণ করেছেন নিজের ইনস্টা পোস্টে এমনটাই লিখেছেন দেশি গার্ল। পাশাপাশি ওই একই ছবি পোস্ট করে মার্কিন পপ গায়ক লেখেন, ‘ভবিষ্যৎ-এর মিসেস জোনাস, আমার হৃদয়, আমার ভালোবাসা।’ আর প্রিয়াঙ্কা ও নিকের এই পোস্টের পরই প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়।
প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান, আলিয়া ভাট, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ইলিয়ানা ডি ক্রুজ সহ একাধিক তারকা।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি