ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিকের সঙ্গে ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এ যেনো অন্যরকম অনুভূতি। প্রেম মানে না কোন বয়স। ভালো লাগার নাই কোন ধর্ম-বর্ণ, হিসেব। হৃদয়ের সঙ্গে হৃদয়ের এই মধুর মিলন আজন্মকালের ইতিহাস। হয়ে গেলো প্রিয়াঙ্কা-নিকের বাগদান। আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই নিকের গায়ে হাত, চোখে চোখ, ঠোঁটের কাছে ঠোঁট রেখে জানান দিলেন দুজন এখন স্বর্গীয় জুটি। যেখানে শুধুই প্রেম মুখ্য।

বাগদানের পর প্রকাশিত ছবিতে দেখা গেছে একে অপরের মধ্যে মগ্ন রয়েছেন তারা। এভাবেই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনলেন পিগি চপস। লুকিয়ে না রেখে বিশ্বের দরবারে জানিয়ে দিলেন তিনি এবার শুধু নিকের। সমস্ত হৃদয়, শরীর ও আত্মা দিয়ে তিনি নিককে নিজের জীবনে গ্রহণ করে নিয়েছেন।
তবে শুধু প্রিয়াঙ্কাই নন, নিকও একইভাবে প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন। সোশ্যাল সাইডে নিজেদের ঘনিষ্ট ছবি পোস্ট করেছেন দুজনই। ক্যাপশানে নিক জোনাস লিখেছেন- ‘ভবিষ্যৎ-এর মিসেস জোনাস, আমার হৃদয়, আমার ভালোবাসা।’
এদিকে নিকের এই ইনস্টাগ্রাম পোস্টের লোকেশনে মুম্বাই লেখাটাও হিন্দিতে লেখা রয়েছে। যদিও প্রিয়াঙ্কার ক্ষেত্রে তা রয়েছে ইংরাজিতেই।
সূত্র : জি নিউজ
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি