ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবারও অভিনয়ে ফিরলেন তাপস পাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:১৮, ১৯ আগস্ট ২০১৮

আবারও অভিনয়ে ফিরলেন তৃণমূল সাংসদ অভিনেতা তাপস পাল। দীর্ঘদিন পর অভিনয় শুরু করলেন তিনি। রূপক চক্রবর্তী পরিচালিত ‘উত্তরাধিকার’ সিনেমাতে কাজ শুরু করেছেন অভিনেতা। সুস্থ হওয়ার পর এটাই তার প্রথম কোনও সিনেমাতে অভিনয়। তবে রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করে যেতে চান তাপস পাল। এমনটি জানিয়েছেন তিনি।
অভিনয়ে ফিরলেও তিনি রাজনীতি ছাড়ছেন না। পরিচালক রূপক চক্রবর্তীর ‘উত্তরাধিকার’ সিনেমাতে বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অবশ্য দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ‘দু-টাকা’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। তবে সুস্থতার পর এটাই তার পূর্ণদৈঘ্যের কোনও সিনেমাতে অভিনয়।
তাপস পাল জানিয়েছেন, বেশ কিছু সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে বাংলাদেশের সিনেমাও রয়েছে। কিছু দিনের মধ্যে তিনি অভিনয়ের জন্য বাংলাদেশেও আসতে পারেন।

তাপস পাল এটিও জানিয়েছেন যে, রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করে যেতে চান।

সূত্র : অন ইন্ডিয়া
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি