ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাঠগড়ায় দাঁড়ালেন পরীমণি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:০২, ১৯ আগস্ট ২০১৮

একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন পরীমণি। কখনো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। কিন্তু এবার ছোট পর্দার একটি ঈদ অনুষ্ঠানে কাঠগড়ায় দাঁড়ালেন এ লাস্যময়ী। বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে ‘হাসিতে ফাঁসি’ অনুষ্ঠানের কাঠগড়ায় দাঁড়ালেন তিনি। এছাড়া এ অনুষ্ঠানের কাঠগড়ায় আরও দেখা যাবে সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ এবং চিত্রয়নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।  

সামিয়া রহমানের গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানটি ঈদের দিন থেকে টানা পঞ্চম দিন রাত ৯টায় প্রচারিত হবে। উপস্থাপনা করেছেন মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি এবং পাভেল। দুই সেগমেন্টে সাজানো হয়েছে ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি। কাঠগড়া পর্বে নানা প্রশ্নবাণে জর্জরিত থাকবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ঈদের দিন রাত ৯টায় নিউজ টোয়েন্টিফোরের প্রচারিত হবে প্রথম পর্ব। এতে অতিথি হিসেবে দেখা যাবে পরীমণিকে।

অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, এটি একটি ব্যতিক্রমি অনুষ্ঠান হয়েছে। সবমিলিয়ে দারুণ। আশা করি, দর্শকরা খুব উপভোগ করবেন। এক কথায় ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে এই অনুষ্ঠান।   

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি