ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সামনে বাধা হয়ে দাঁড়ালেন ঐশ্বরিয়া! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:৫১, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে সালমান খান মানেই হিট ছবি। পয়সা উসুলের ছবি। ‘ধুম’ সিরিজের পরবর্তী ছবিতে বলিউড ভাইজানের অভিনয় করার কথা। কিন্তু মাঝখানে এসে দাঁড়ালেন ঐশ্বরিয়া। এখন পর্যন্ত ‘ধুম’ সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। কিছুদিন পরেই চতুর্থ সিরিজের কাজ শুরু হবে। শোনা যাচ্ছিল, জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের পর আসন্ন সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে সালমান খানকে। কিন্তু এই চরিত্রে নাকি এখন অভিনয় করবেন শাহরুখ খান। ঐশ্বরিয়া রাই বচ্চনের কারণে সিনেমাটি নিজের হাত থেকে হারাতে হল সালমানকে!

ঐশ্বরিয়ার রায় ধুম সিরিজের দ্বিতীয় সিনেমায় অভিনয় করেছিলেন। এ সিনেমায় ঐশ্বরিয়া অভিনয় না করলেও তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছেন। ফলে নায়িকার সঙ্গে প্রেম, বিচ্ছেদ ও দ্বন্দ্বের কারণে এতে আর কাজ করা হচ্ছে না সালমানের।‘ধুম’ সিরিজ থেকে আর যাকেই হোক না কেন, অভিষেক বচ্চনকে বাদ দেওয়া যাবে না। কারণ তিনি এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আসছেন শুরু থেকেই।

অন্য দিকে গুঞ্জন, অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন সালমানকে নিলে তিনি সিনেমাটি করবেন না। আর এ কারণেই ‘ধুম’ সিনেমার কাজ হারালেন সালমান। ‘ধুম’ সিরিজের চতুর্থ সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এই মুহূর্তে যশ রাজ ফিল্মসের ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমাটি পরিচালনা করছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি