ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌ’র সঙ্গে অভিনয়ে নির্মাতা ফারিয়ার মেয়ে লাবণ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২০ আগস্ট ২০১৮

নাট্যরচয়িতা ও নির্মাতা ফারিয়া হোসেন। ১৯৯৫ সালে তার হাত ধরেই নাট্যাঙ্গনে অভিষেক হয় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এর। ‘অভিমানে অনুভবে’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে একজন অভিনেত্রী হিসেবে মৌকে প্রথম টেলিভিশন পর্দায় দেখেন দর্শকরা। দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে নাটকটি প্রচার হয়। এরপর মডেলের পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবেও তিনি দারুণ সাড়া পেয়েছিলেন মৌ। সেই মৌ-এর সঙ্গেই এবার অভিনয় করছেন ফারিয়া হোসেনের মেয়ে লাবন্য।

পান্থ শাহরিয়ারের রচনা ও আরিফ খানের নির্দেশনায় ঈদ ধারাবাহিক নাটক ‘উড়ো চিঠি’তে মৌ ও শহীদুজ্জামান সেলিম দম্পতির কন্যা হিসেবে অভিনয় করেছে লাবন্য।

আগামী ঈদে টানা সাতদিন নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি