ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাপ্টেন খান ঝড় তোলবে: বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:৪৩, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হালের নন্দিত চিত্রনায়িকা শবনম বুবলী। বিলাসিতায় গা ভাসিয়ে না দিয়ে বেছে বেছে ছবি করা তাঁর বৈশিষ্ঠ্য। তাই তো বুবলী মানেই হিট ছবি। বুবলীর ছবি মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়।

প্রতি উৎসবেই বুবলী অভিনীত ছবি নতুন মাত্রা যোগ করে দর্শকদের মাঝে। গত ঈদে তার দুটি ছবি মুক্তি পায় এর একটি বরিশাইল্যা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা, অন্যটি সুপার হিরো। দুটি ছবিতেই তার নায়ক যথারীতি শাকিব খান। ছবি দুটি বরাবরের মতো হিট হয়েছিল।

এই ঈদেও দর্শকরা পাবে এই লাস্যময়ীকে। এবারও তাঁর নায়ক সুপারস্টার শাকিব। এবারের ছবির নাম ক্যাপ্টেন খান। সম্প্রতি থাইল্যান্ড থেকে ঈদের ছবি ‘ক্যাপ্টেন খান’-এর গানের শুটিং করে এসেছেন শাকিব-বুবলী।

ক্যাম্পেন খান নিয়ে আশাবাদী নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হওয়া বুবলী। তিনি বলেন, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় নির্মিত ক্যাপ্টেন খান দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস। এই ছবি প্রেক্ষাগৃহে ঝড় তুলবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি