ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘গানের মেলায়’ গাইবেন মমতাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে নাগরিক টিভিতে আয়োজন করা হয়েছে সরাসরি গানের অনুষ্ঠান ‘গানের মেলায়’। এতে অতিথি হয়ে হাজির হবেন বেশ ক’জন তারকা শিল্পী। তাদের মধ্যে অন্যতম ফোক সম্রাজ্ঞী মমতাজ।
প্রথমবারের মতো ঈদের দিন কোনো সরাসরি অনুষ্ঠানে গান করবেন তিনি। এর আগে তিনি বরাবরই ঈদের দ্বিতীয় দিন বা তার পরে অনুষ্ঠানে অংশ নেন।
নাগরিক টিভির অনুষ্ঠান প্রদান কামরুজ্জামান বাবু জানান, ঈদের দিনের বিনোদনে বিশেষ মাত্রা যোগ করতেই মমতাজকে অতিথি করা হয়েছে। এখানে তিনি সরাসরি গেয়ে শোনাবেন তার জনপ্রিয় কিছু গান। জান্নাতুল ফেরদৌস পিয়ার উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টায়।
এই অনুষ্ঠানটি ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রচার হবে। এখানে অন্যান্য দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঁখি আলমগীর, ডলি সায়ন্তনী, আসিফ আকবর, কনা, হৈমন্তী রক্ষিত ও রাজীব। ষষ্ঠ দিনে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি