ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুইটারে ‘সেলফি’ পোস্ট করলেন লতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মানুষ বেশ আধুনিক হয়ে উঠেছে। সবার হাতে হাতে এখন মোবাইল। যে মোবাইলেই রয়েছে ক্যামেরা। আর তাই যখন তখন তোলা যাচ্ছে নিজের ছবি। শুধু ছবি তোলাই নয়, সেলফি নামের আধুনিক এক পদ্ধতি সবার নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। অন্য সবার মত এবার লতা মুঙ্গেশকরও পা রাখলেন এই জগতে!

যদিও আশি পেরোনো এই কোকিলকণ্ঠী নেটিজেনদের ভাষায় টুইটারে বেশ অ্যাক্টিভ। তবে এবার টুইটারে তিনি যে ছবি পোস্ট করলেন তা মোটেই আজকের নয়। সেই ৬৮ বছর আগেকার ছবি। তার ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ১৯৫০ সালে ‘নিজের-তোলা’ ছবি।
সময় বদলেছে। তখনকার ‘নিজের-তোলা’ ছবি আজ ‘সেলফি’। লতা অবশ্য লিখেছেন এখন এই ছবি ‘সেলফি’ নামে পরিচিত। তবে ৬৮ বছরের পুরোনো ফ্লেভারটা ধরে রাখতে নিজের ছবিতে ‘সেলফ ক্লিকড’ই লিখেছেন।
এর আগে বিশ্ব ফটোগ্রাফি দিবসে তার ডিএসএলআর ক্যামেরায় একটি ছবি তোলার দৃশ্য টুইটারে পোস্ট করেন তিনি।
সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি