ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার হলিউড রিমেকে আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২২ আগস্ট ২০১৮

‘ফরেস্ট গাম্প’ সিনেমাতে টম হ্যাঙ্কসের চরিত্রটি আমিরের বেশ পছন্দ। বহুদিন ধরেই নাকি ওই চরিত্রের প্রতি ঝোঁক রয়েছে তার। তবে এবার আর অপেক্ষা নয়। ‘ঠক অফ হিন্দুস্থান’-এর পর ‘ফরেস্ট গাম্প’ হিন্দি রিমেক নিয়ে মাঠে নামছেন আমির খান। বর্তমানে চলছে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ।

বলিউড সূত্রে খবর, গল্পের দিকটা এক রেখে যতটা সম্ভব তাতে ভারতীয় একটা ছোঁয়া রাখতে চাইছেন আমির। যাতে ভারতীয় দর্শকদের চোখে পারফেক্ট মিলে যায়, সে দিকে নজর রেখে আপাতত মিস্টার পারফেকশনিস্ট জোর দিয়েছেন চিত্রনাট্যের পুনর্বিন্যাসেই। যদিও আমির খান প্রোডাকশনস এবং প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
ইতিমধ্যেই প্যারামাউন্ট পিকচার্স কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও নাকি এগিয়ে রেখেছেন আমির। শেষ পর্যন্ত সেই স্বত্ত্ব কিনতে তারা সফলও হয়েছেন বলে সূত্রের দাবি।
এদিকে শোনা যাচ্ছে, ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিতে যাচ্ছেন আমির খান। বলিপাড়ার গুঞ্জন, তৈরি হচ্ছে আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশ ওরফে ওশো’র জীবনি। যা দিয়ে ওয়েব সিরিজে পা রাখবেন মিস্টার পারর্ফেক্টশনিস্ট।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি