ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এফডিসিতে নিজ হাতে মাংস দিলেন পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৩ আগস্ট ২০১৮

ঢালিউড সুন্দরী খ্যাত নায়িকা পরীমনি। গত বছরও তিনি এফডিসিতে পশু কোরবানি দিয়েছিলেন। এবারও কোরবানি দিলেন নায়িকা। আর্থিকভাবে অসচ্ছল সহকর্মীদের জন্য তিনটি গরু কোরবানি দিলেন নায়িকা পরীমনি।

বুধবার সকাল ১০টার দিকে এফডিসিতে তিনটি গরু কোরবানি দেওয়া হয়। গরু কোরবানির সময় পরীমনিও উপস্থিতি ছিলেন। নিজেই তদারকি করেছেন মাংস প্রস্তুত করার।
এ সময় পরীমনি বলেন, ‘এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কোরবানি দেবো। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না।’
পরীমনির নানাবাড়ি পিরোজপুর জেলায়। এর আগে সেখানে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেন। গত কয়েক বছর ধরে কোরবানি দেওয়ার কারণে ঈদের পরে সেখানে যান।
পরীমনি বলেন, কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করতাম। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন। আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।
পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন।’ 
দেখুন ভিডিও :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি