ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লুকিয়ে প্রেমিককে বিয়ে করলেন হিলারি সোয়াঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৩ আগস্ট ২০১৮

গোপনে বিয়ে করেছেন হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। প্রেমিক ফিলিপ স্লেইডারের সঙ্গেই বিয়ে হয়েছে তার।
গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট লুসিয়ায় বিয়ে করেন এই যুগল।
বিয়েতে তাদের খুব কাছের কয়েকজন উপস্থিত ছিলেন। ‘মিলিয়ন ডলার বেবি’ তারকা হিলারির বিয়ের পোশাক ডিজাইন করেন ইলি সাব।
কলম্বিয়ান টেনিস তারকা রুবেন তোরেসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে তাদের প্রেম হয়। বিচ্ছেদের ছয় মাস পর হিলারি ও ফিলিপকে সুইজারল্যান্ডের সেন্ট মরটিজ শহরের করভিজলিয়া স্নো পার্কে দেখা যায়।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবকাশযাপনের সময় ফিলিপ হিলারিকে প্রেমের প্রস্তাব দেন।
হিলারি সোয়াঙ্ক এখন টিভি সিরিজ ‘ট্রাস্ট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিরিজে ‘এনকিনো ম্যান’ খ্যাত অভিনেতা ব্রেনডন ফ্রেসার হিলারির সঙ্গে জুটি বেঁধেছেন।
সূত্র : ডিএনএ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি