ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেলিব্রেটি ক্যাফেতে শাকিব খান-বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৪ আগস্ট ২০১৮

ঈদে ‘ক্যাপ্টেন খান’ দিয়ে বড়পর্দা কাঁপাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারহিট জুটি শাকিব খান–বুবলী। তাদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তাই ছোটপর্দার দর্শকদের জন্য সুখবর। এই জুটিকে দেখা যাবে ‘সেলিব্রেটি ক্যাফে’-তে। অনুষ্ঠানে বিভিন্ন মজার সেগমেন্টে অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলী।
চলচ্চিত্র, ব্যাক্তি জীবন ও ইন্ডাষ্ট্রির নানা দিক নিয়েও কথা বলেছেন শাকিব খান। এছাড়া চলচ্চিত্র নিয়ে বুবলী তার ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন।
অনুষ্ঠানের প্রযোজক তানভীর তন্ময় বলেন, শাকিব খান ও বুবলীকে নিয়ে মজার মজার প্রশ্নের পাশাপাশি অনুষ্ঠানে সিরিয়াস কিছু বিষয় উঠে এসেছে। আশা করছি, দর্শকদের অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে।
ঈদের তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যা ৭টা১০ মিনিটে এশিয়ান টিভিতে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি