ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্টিক ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

টেলি দুনিয়ার অন্যতম পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন। টালিউড অভিনেতা অঙ্কুশ। দুজনের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন অঙ্কুশ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত ওই ছবি ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।

ছবিতে ঐন্দ্রিলাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছেন অঙ্কুশ। আর অঙ্কুশের হাত থেকে হাসি মুখে সেই আইসক্রিম খাচ্ছেন ঐন্দ্রিলাও। দু`জনে যে একে অন্যের ভালোবাসায় ডুবে রয়েছেন, তা এই ছবি থেকেই স্পষ্ট।

নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই সরব অঙ্কুশ-ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা এই মুহূর্তে ‘ফাগুন বউ’র শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে সিনেমার কাজে ব্যস্ত অঙ্কুশ। তার আগামী সিনেমার জন্য ইতিমধ্যেই নিজের লুক পাল্টে ফেলেছেন তিনি।

সম্প্রতি অঙ্কুশ মুম্বাইতে গিয়েছিলেন সেই কারণেই। অঙ্কুশের সেই মুম্বাই ট্রিপে তার সঙ্গী হন বান্ধবী ঐন্দ্রিলা। আর সেখানে দু`জনকে দেখা যায় অন্যরকম মুডে। অর্থাৎ টালিউডের এই অভিনেতার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ঠিক কেমন, তা এই ছবি থেকেই বুঝে নিয়েছে ভক্তরা।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি