ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী এখন সবজি বিক্রেতা!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

খ্যাতির শিখর থেকে বাস্তবে একেবারে নিচে নেমে গেছেন বলিউডে এমন অভিনেত্রীর সংখ্যা কম নয়। জীবনের স্বর্ণিল সময় কাটিয়ে অতি কষ্টে জীবন যাপন করতে হয়েছে অনেক প্রবীণ অভিনেত্রীকে।    

কিন্তু তাই বলে খ্যাতির শিখরে থেকে পথে নামতে হল সবজি বিক্রি করতে। তেমনটাই হয়েছে বলি অভিনেত্রী আদা শর্মার ক্ষেত্রে।     

সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে তার কিছু ছবি। যাতে সাদা শাড়িতে সব্জি বিক্রি করতে দেখা যাচ্ছে তাকে।

ছবিতে আদা শর্মার মুখে ফুটে উঠেছে নিদারুণ দারিদ্রের ছবি। সাদা শাড়িতে বেগুন, ঢেঁড়স, গাজর, ঝিঙে বিক্রি করতে দেখা যাচ্ছে তাকে।

আসলে তার পরবর্তী ছবির লুক টেস্ট দিচ্ছিলেন আদা শর্মা। সম্প্রতি একটি হলিউড ছবির জন্য অডিশন দিয়েছেন তিনি।  

সেজন্যই সবজি বিক্রেতার বেশ ধারণ করতে হয়েছিল তাকে। তবে অডিশনে তিনি পাশ করেছেন কি না তা অবশ্য জানা যায়নি।  

সে যাই হোক না কেন? সবজি বিক্রেতা রূপে আদা শর্মাকে কিন্তু চেনা মুশকিল।    

উল্লেখ্য, ২০০৮ সালে `১৯২০` সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। এছাড়া `হম হ্যায় রাহি প্যার কে` ও `হাসি তো ফাঁসি`-র মতো ছবিতেও কাজ করেছেন তিনি। ২০১৭ সালে বিদ্যুত্ জামওয়ালের সঙ্গে `কম্যান্ডো - ২` ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি