ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার কৃতির সঙ্গেও সম্পর্ক ভাঙল সুশান্তের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২৬ আগস্ট ২০১৮

অঙ্কিতা লোখান্ডের পর এবার কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়েছে সুশান্ত সিং রাজপুতের। কৃতির সঙ্গে সুশান্তের পরিচয় হয়েছিল ২০১৭ সালে ‘রবতা’ সিনেমার সেটে। সেখান থেকেই শোনা যায় সুশান্ত-কৃতির প্রেমের গুঞ্জন। যদিও সুশান্ত বা কৃতি কেউই নিজের মুখে প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সত্যিটা আর কারোর জানতে বাকিও ছিল না। তবে এবার নতুন খবর প্রকাশ পেয়েছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কও নাকি ভেঙে গেছে।
শোনা যাচ্ছে- সুশান্ত নন, কৃতিই নাকি সুশান্তের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে আবার কেউ কেউ বলছেন সম্পর্ক ভাঙেনি। সুশান্ত ও কৃতি কিছুদিনের জন্য যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা একে অপরের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ফারজি’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন কৃতি শ্যানন। আর সুশান্ত রয়েছেন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সারা আলি খানের বিপরীতে ‘কেদারনাথ’, ‘চন্দা মামা দূর কে’ এবং ‘কিজি আউর মান্নি’ সিনেমাতে দেখা যাবে সুশান্তকে।
কিছুদিন আগে শোনা যাচ্ছি ‘কিজি আউর মান্নি’র নায়িকা সঞ্জনা সংঘির সঙ্গে নাকি একটু বেশিই ঘনিষ্ঠ ভাবে দেখা যাচ্ছিল সুশান্তকে আর সেকারণেই নাকি শুটিংও বন্ধ করে দিতে হয়। যদিও সিনেমার পরিচালক মুকেশ ছাবরা পরে দাবি করেন এমন কিছুই ঘটেনি।
এদিকে কৃতি শ্যাননের আগে ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয় করার সময় অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং। সে সম্পর্ক অবশ্য দীর্ঘদিন টিকে ছিল। ঠিক যখন সুশান্ত-কৃতির বিয়ের খবর শোনার অপেক্ষায় ছিলেন ভক্তরা সেসময় তাদের সম্পর্ক ভাঙার খবর সামনে আসে। শোনা যায়, অঙ্কিতা ও সুশান্তের মাঝে কৃতি ঢুকে পড়ায় সেসম্পর্ক ভেঙে গেছে।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি