ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঈদে প্রচার হচ্ছে না শ্রীলেখার টেলিছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৬ আগস্ট ২০১৮

প্রথমবারের মতো বাংলাদেশের একটি টেলিছবিতে অভিনয় করেছেন কলকাতা অভিনেত্রী শ্রীলেখা মিত্র।টেলিছবিটির নাম ‘দার্জিলিং এ ভালোবাসা’। কিন্তু ঈদের অনুষ্ঠানমালা থেকে বাদ পড়লো শ্রীলেখার অভিনীত টেলিছবিটি।

ঈদের বিশেষ টেলিছবি হিসেবে ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে এটি প্রচার হওয়ার কথা ছিল। অবশেষে জানা গেলে ঈদের অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে না ‘দার্জিলিং এ ভালোবাসা’।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চ্যানেলটি জানায়, ‘দার্জিলিং ভালোবাসা’ টেলিফিল্মটি ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার কারার কথা থাকলেও অনিবার্য কারণবশত ঈদের অনুষ্ঠান সূচীতে টেলিফিল্মটি সম্প্রচার করা যাচ্ছেনা। অচিরেই বাংলাভিশনে কোন একটি উৎসবে টেলিফিল্মটি সম্প্রচার করা হবে।
‘দার্জিলিং এ ভালবাসা’র গল্প লিখেছেন টেলিছবিটির নির্মাতা রাশেদ রাহা নিজেই। চিত্রনাট্য তৈরি করেছেন খায়রুল বাসার নির্ঝর।

শ্রীলেখা মিত্র ছাড়াও এতে অভিনয় করেছেন- রিষী কৌষিক, সুব্রত গাঙ্গুলী, কাজী আসিফ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি