ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তারিক আনাম-সুবর্ণা মুস্তাফার ‘কোনো এক বর্ষায়’ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘হায়দার ও রেহনুমা আলাদা হয়েছে প্রায় মাস ছয়েক হয়ে গেল। অবস্থা দেখে মনে হচ্ছে না আর কখনও একসঙ্গে থাকবেন তারা। যদিও নিজেদের সমস্যা নিয়ে কয়েকবার বসেছেন; কিন্তু কোনো সমাধান বের হয়নি। এক ছুটির দিন বাড়িতে একা বসেছিলেন হায়দার। কলিংবেলের শব্দে হায়দার দরজা খুলতেই দেখতে পান রেহনুমাকে। খুবই বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। কথায় কথায় হায়দার জানতে পারে রেহনুমার ক্যান্সার হয়েছে। একেবারে শেষ পর্যায়ে আছে। যে কোনো সময় মারা যাবে। রেহনুমা জানতে চায় জীবনের শেষ ক’টা দিন কি হায়দারের সঙ্গে থাকতে পারে? হায়দার নির্দ্বিধায় রাজি হয়। সেদিন বিকালেই নিজের জিনিসপত্র নিয়ে রেহনুমা চলে আসে হায়দারের বাড়িতে। এবার গল্পটা একেবারেই ভিন্ন। হায়দার চেষ্টা করে রেহনুমার প্রাণপণ খেয়াল রাখতে, তাকে ভালোবাসার মায়ায় জড়িয়ে রাখতে।’ এমনই অসাধারণ একটি গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘কোনো এক বর্ষায়’। 

নাটকটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা। এটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

নাটকটি আজ রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি