ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আনুশকা শর্মার সেলাই প্রশিক্ষণ (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৩৩, ২৭ আগস্ট ২০১৮

কাজের প্রয়োজনে মানুষ কত কিছুই না করে। এর আরেকটি নজির দেখালেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নিজের কাজের প্রয়োজনে এবার তিনি সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

এমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে সুঁই সুতা দিয়ে সেলাই করা অবস্থায় দেখা যায়।   

কাপড়ে এমব্রয়ডারির নকশা করার জন্য দুই মাস ধরে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। তার এই সেলাই শেখার অন্যতম কারণ হচ্ছে তার আগামী ছবি ‘সুঁই ধাগা’। এই ছবিতে তাকে একজন সেলাই কর্মীর চরিত্রে দেখা যাবে।

আনুশকা ও বরুণ অভিনীত ছবি ‘সুঁই ধাগা’ মুক্তি পাওয়ার প্রাথমিক তারিখ সেপ্টেম্বরের ২৮। ছবিটি নির্মাণ করছেন শরৎ কাটারিয়া।

ছবিটি সম্পর্কে আনুশকা বলেন, ‘এ ছবির কাহিনি নিয়ে আমি খুবই আশাবাদী। এতে একটি আত্মনির্ভরশীল হওয়ার গল্প দেখানো হবে। আমার মনে হয় গল্পটি সবার মনে জায়গা করে নেবে।’

ছবিতে তার নাম মমতা। ছবিটিতে আনুশকার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এই প্রথম বরুণের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন তিনি।  এই ছবিটির অন্যতম অনুষঙ্গ হচ্ছে পোশাক শ্রমিকদের জীবন।

ভিডিও  

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি