ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ পুত্র আরিয়ানের নায়িকা হচ্ছেন খুশি?    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:২৬, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবী কন্যা জাহ্নবী বলিউডে পা রেখেছিলেন করণ জোহরের হাত ধরে। এবার জাহ্নবীর বোন খুশির বলিউডে পা রাখার পালা। বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল খুশিও খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন। শোনা যাচ্ছে খুশিও নাকি দিদি জাহ্নবীর মতোই করণের হাত ধরেই বলিউডে আসছেন।  

আর শ্রীদেবীর ছোট কন্যার খুশির বিপরীতে আরও এক তারকা পুত্রকে বলিউডে আনতে চলেছেন করণ। তিনি কে জানেন?

আরিয়ান খান। হ্যাঁ, খোদ শাহরুখ পুত্ররও নাকি বলিউডে ডেবিউ হতে চলেছে করণ জোহরের হাত ধরেই। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, বনি কাপুরের কাছ থেকে তাঁর দুই মেয়ের দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।

`এশিয়ান এজ`-এর প্রতিবেদন অনুসারে, জাহ্নবীর পাশাপাশি তাই খুশিও তিনিই বলিউডে আনতে চলেছে। যদিও পুরো বিষয়টি এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। খুশির জন্য ভালো চিত্রনাট্য তৈরির প্রচেষ্টায় রয়েছেন করণ। খবর এসেছে, খুশির বিপরীতেই শাহরুখ পুত্রকেও বলিউডে আনছেন করণ।

তবে জাহ্নবী, খুশি, আরিয়ানই শুধু নয়, এর আগেও বহু তারকা সন্তানের বলিউড ডেবিউ করিয়েছেন করণ জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারও করণের হাত ধরেই বলিউডে এসেছেন। এমনকি সইফ-অমৃতা কন্যা সারা আলি খানেরও বলিউডে ডেবিউ একপ্রকার করণের হাত ধরেই হচ্ছে। এই মুহূর্তে `সিম্বা` শ্যুটিং করছেন সারা। যদিও এর আগেই সারা কেদারনাথের শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে মাঝে কেদারনাথের শ্যুটিং আটকে যাওয়ায় সারা করণের `সিম্বা`তে সই করেছিলেন। একপ্রকার করণ যে বলিউডের তারকা সন্তানদের অভিভাবকের ভূমিকা নিয়েছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, করণ জোহরের বিরুদ্ধে তাঁরই টক শো `কফি উইথ করণ`-এ গিয়ে একবার স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও কঙ্গনার এই মন্তব্য নিয়ে বলিউডে কিছু কম বিতর্ক হয়নি। তবে আলিয়া, বরুণ, সারা, জাহ্নবী, খুশি ও আরিয়ান, এভাবে একে পর এক বলিউড তারকাকে ফিল্মের আনার ক্ষেত্রে করণ জোহরের যে হাত রয়েছে, তাতে আরও একবার সেই একই প্রশ্ন উঠে আসছে না কি?

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি