ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিথিলার বিয়ে! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৪৯, ২৮ আগস্ট ২০১৮

মিথিলার বিয়ে নিয়ে চলছে হই চই। তিন পাত্র তার পনিপ্রার্থী। তাই তারা তাকে দেখতেও আসে। এদের মধ্যে একজন পাত্র হলেন মোশাররফ করিম। এধরণের গল্প নিয়েই নির্মিত হয়েছে টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’। এতে কনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

টেলিছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম-মিথিলা ছাড়াও মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান প্রমুখ।  

টেলিফিল্মে দুটি গান ব্যবহার করা হয়েছে। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইটের গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করেছেন অভিনেত্রী স্পর্শিয়া।

মারুফ রেহমানের গল্পে টেলিছবির চিত্রনাট্য রচনা করেছেন রেদওয়ান রনি। ৩১ আগস্ট রাত ১১টায় এনটিভিতে টেলিছবিটি প্রচারিত হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি