ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংরেজিতে দুর্বল তাই হলিউডে অফার পাইনি: শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৮ আগস্ট ২০১৮

বলিউড বাদশা নামে মানুষ একজনকেই চেনে। তিনি শাহরুখ খান। কুচ কুচ হোতা হায়, কাভি খুশি কাভি গাম, বাজিগরসহ অসংখ্যা কালজয়ী সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন। আপাদমস্তক এ অভিনেতা আজও দর্শকদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে আছে। শাহরুখের ছবি মানেই বলিউড সিনেমা হলে দর্শকদের ভিড়।

তবে হলিউডের কোনো ছবিতে এ মহাতারকাকে দেখা যায়নি। অথচ বলিউডের তার সম সাময়িক বহু অভিনেতা অভিনেত্রী হলিউডে অভিনয় করছেন। তাদের মধ্যে আছেন, ইরফান খান, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা।

হলিউডে কাজ করা বা না করা নিয়ে অবশেষে মুখ খুলেছেন শাহরুখ খান। বলেন, ‘আমার দিকে তো তাদের তাকাতে হবে, আমি তাদের দিকে তাকাতে পারি না। আমি প্রতিদিন চাঁদ দেখি, কিন্তু আমি সেখানে পৌঁছাতে পারি না।’

হলিউডের ছবিতে বলিউডের অনেক তারকাই কাজ করছেন। শাহরুখ খান বলেন, ‘এটা ওম পুরি শুরু করেছিলেন। এখন প্রিয়াঙ্কা, ইরফান ও অনেকেই সেখানে কাজ করছেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী কয়েকটি ছবি করেছেন। অমিতজি (অমিতাভ বচ্চন) ও অনুপম খেরও অভিনয় করেছেন এবং এটা সত্যিই আনন্দের।’

আক্ষেপ করে শাহরুখ খান বলেন, ‘কিন্তু আমি কখনো সুযোগ পাইনি। আমি উপযুক্ত কি না, তা আসলে জানি না— মনে হয়, আমি ইংরেজিতে কিছুটা দুর্বল, তাই হয়তো।’

‘আমার ব্যক্তিগত প্রয়াস হলো দর্শকদের ভারতীয় ছবি দেখানো। তবে অন্যরা যা ভালো কিছু করেছে, তা থেকে দূরে সরে যাওয়া নয়। আমি মনে করি, টম ক্রুজ একদিন বলবেন, ‘আমাকে হিন্দি ছবিতে একটা সুযোগ দাও।’ মানুষ তখন বিস্মিত হবে। ক্রিস্টোফার নোলান বলবেন, ‘ভারতে কি কোনো প্রযোজক আছেন, যিনি আমাকে তাঁর ছবিতে নেবেন?’ ইনশা আল্লাহ, একদিন এটা হবে”, বলেন শাহরুখ।

সূত্র: জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি