ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুন্দরী রমণীদের সঙ্গে শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৩০ আগস্ট ২০১৮

শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর এবং কারিশমা কাপুরের সঙ্গে দারুণ একটি সন্ধ্যা কাটালেন শাহরুখ খান। আর সেই মুহূর্তগুলো ভক্তদের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সুন্দরী রমণীদের সঙ্গে দারুণ একটা সন্ধ্যা কাটালাম।’

বুধবার একটি বিজ্ঞাপনের শুটিং-এর সেট থেকে ছবিগুলো শেয়ার করেন শাহরুখ। ছবিতে কারিনা এবং কারিশমাকে সোনালী গাউন, শর্মিলা ঠাকুরকে সোনালী শাড়ি এবং শাহরুখ খানকে কালো স্যুট পরে থাকতে দেখা যায়। শাহরুখ খান ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে প্রায় চার লাখের বেশি মানুষ লাইক দিয়েছে। 

শুধুমাত্র শাহরুখ খানই ছবি শেয়ার করেননি। কারিশমা কাপুরও তার ভক্তদের সঙ্গে শুটিং-এর মুহূর্ত ভাগ করে নিয়েছেন। তিনি হ্যাশট্যাগ #ফ্যামিলিটাইমস যোগ করে ছবির ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু আসতে চলেছে।’

এছাড়াও কারিশমার শেয়ার করা আরও একটা ছবিতে বোন কারিনাকে তার কাঁধে হাত দিয়ে পোজ দিতে দেখা যায়।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি