ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রণবীর-আলিয়ার বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৩০ আগস্ট ২০১৮

শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ হলেই দুই পরিবার একসঙ্গে বসে কথা পাকাপাকি করবে। সেখানেই ঠিক হবে বলিউডের অন্যতম জুটির বিয়ের দিন-তারিখ।

জানা গেছে, রণবীর কাপুরের বাবা-মা দেখা করবেন মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে। রণবীরের বাবা-মায়ের সঙ্গে আলিয়ার বাব-মা’র দেখা হওয়ার পরই বলিউডের এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। এমনই গুঞ্জন চলছে বলিউডে।

শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া ভাট। সেই থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর সোনাম-আনন্দের বিয়ের রিসেপসনে মুম্বাইয়ের ‘দ্য লীলা’ হোটেলে একসঙ্গে হাজির হন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তখন থেকেই তাদের সম্পর্কে স্ট্যাম্প পড়ে যায় বলে মনে করছে বলিউড টাউন। কিন্তু সম্পর্ক নিয়ে যতই কানাঘুষো শুরু হোক না কেন, রণবীর কাপুর বা আলিয়া ভাট কিন্তু এ বিষয়ে মুখ খুলছেন না।
শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মুখ খোলার মত কিছু হয়নি বলেও সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন রণবীর কাপুর।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি