ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৩১ আগস্ট ২০১৮

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৯১তম অস্কারের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে।

২০১৭ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এ বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলি সংগ্রহ করে ২০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জমা দেয়া যাবে বলে জানিয়েছে কমিটি।

প্রতি বছরের মতো এবারও অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির উদ্যোগে হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি