ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নতুন সিনেমায় মেকআপহীন জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১ সেপ্টেম্বর ২০১৮

জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সমান তালে তিনি দুই দেশেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছেন। একের পর এক নতুন সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। সম্প্রতি কলকাতায় অর্ণব পালের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের একটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

সিনেমার বৃষ্টি চরিত্রে অভিনয় করছেন জয়া। জানা গেছে, এই সিনেমাতে একেবারে মেকআপহীনভাবে পাওয়া যাবে জয়াকে।

তিনি বলেন, ‘সিনেমাতে আমি স্পিট পারসোনালিটি ডিসঅর্ডারের রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যাই। এরপর ঘটে নানা ঘটনা। সিনেমাটি এ মাসে কলকাতায় মুক্তি পাবে।’

এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুব্রত সাহা। তিনি অভিনয় করেছেন পুলিশের তদন্ত কর্মকর্তার ভূমিকায়। নারীকেন্দ্রিক এই সিনেমাতে জয়ার পাশাপাশি আরও আছেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি