ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শুভশ্রীকে বেছে নিলেন সৌমিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১ সেপ্টেম্বর ২০১৮

ভারতীয় বাঙালির পার্টি সং বলতেই সবার মাথায় আসে ‘তিন ভুবনের পারে’ সিনেমার ‘জীবনে কী পাব না, ভুলেছি সে ভাব না’ গানটি। যদি এ গানের রিমেকের কথা ভাবা হয় তাহলে কে কে থাকবেন সেই গানে? অর্থাৎ সৌমিত্রের নায়িকা হবেন কে? এমন প্রশ্ন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে করেছেন প্রসেনজিৎ। জবাবে সৌমিত্র নাম নিয়েছিলেন শুভশ্রীর। যার পর আর থেমে থাকতে পারেননি প্রসেনজিৎ৷ সঙ্গে সঙ্গে শুভশ্রীকে জনসমক্ষে বলে দিলেন যে এই ভিডিওটি অবশ্যই যেন তিনি দেখেন। ভিডিওটি হচ্ছে ‘কে হবে বাংলার কোটিপতি’ রিয়্যালিটি শোয়ের জন্য। যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অতিথি প্রতিযোগী হিসেবে এসেছিলেন। সেখানেই তাকে এমনটা বলেছেন তিনি।
কিংবদন্তী অভিনেতার এই মন্তব্য শুভশ্রীর কাছে পৌঁছতে একটুও সময় লাগেনি। টুইটারে অভিনেত্রী লেখেন, ‘চোখ খুলে স্বপ্ন দেখছি মনে হচ্ছে। এই কথা গুলো কখনও কিংবদন্তী এই অভিনেতার কাছ থেকে শুনতে পাব কখনও ভাবিনি। এখন আমি ক্লাউড নাইনে। ধন্যবাদ বুম্বা দা।’

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত শুভশ্রী।

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি