ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাধা-কৃষ্ণের প্রেম নিয়ে ইমতিয়াজ আলির সিনেমা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মষ্টমী। এর মধ্যেই নতুন খবর শোনালেন পরিচালক ইমতিয়াজ আলী। কৃষ্ণের জন্মোৎসবের শুভক্ষণেই নিজের পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করলেন তিনি। পরিচালক জানান, রাধা-কৃষ্ণের অমর প্রেমকথা নিয়ে সিনেমা বানাতে চলেছেন তিনি। এই ছবিটির যৌথ ভাবে প্রযোজনা করছে `রিলায়েন্স এন্টারটেইনমেন্ট` ও `ইমতিয়াজ আলি`জ উইনডোজ সিট ফিল্মস`। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফেই এই ছবির কথা টুইট করে ঘোষণা করা হয়েছে।  

পরিচালক ইমতিয়াজ আলীও সোশ্যাল সাইটে লিখেছেন, ``আমি রাধা-কৃষ্ণের এই অমর প্রেমকথাতে মুগ্ধ। আমাদের দেশে আর এমন দ্বিতীয় কোনও লোকগাথা নেই যা এমন মহাকাব্যের আকার নিয়েছে। আর কোনও লোকগাথা আমাকে এভাবে মুগ্ধ করেনি। রাধা-কৃষ্ণের এই প্রেমকথাকে আমি বিশ্বের দরবারে পৌঁছে দেব, এটা আমার স্বপ্ন।``

এর আগে `যব উই মেট`, `রকস্টার`, `লাভ আজকাল`, `তামাশা`, `হাইওয়ে`, `যব হ্যারি মেট সেজল`-এর মতো সিনেমা বানিয়েছেন ইমতিয়াজ আলি। তাঁর বানানো এই ছবিগুলির মধ্যে বেশিরভাগ ছবিই হিট। প্রসঙ্গত, এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে ইমতিয়াজ আলির নামের ব্যানারে তৈরি `লয়লা-মজনু` ছবিটি। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। সে যাই হোক, ইমতিয়াজ আলির এই আগামী প্রোজেক্টের কথা ঘোষণার পর তাঁর মতো পরিচালকের কাছে রাধা-কৃ্ষ্ণ প্রেমগাথা নিয়ে আরও একটি অসাধারণ ছবি উপহার পাওয়ার অপেক্ষায় রইল সিনেমাপ্রেমী মানুষ। জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি