ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘দুই বছর কাজ করে বুঝেছি আমি চাকুরিজীবি নায়িকা’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৮

নিজেকে আমি একজন স্বধীনচেতা মানুষ মনে করি। ধরাবাঁধা কোনো নিয়ম মানা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দুই বছর কাজ করে বুঝেছি আমি একজন চাকুরিজীবি নায়িকা হয়ে গেছি। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে এসব কথা বলেন ঢালিউড নায়িকা পরীমণি।   

জাজের সমালোচনা করে এ নায়িকা বলেন, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা কাজ করছেন তারা সবাই অবশ্যই চাকরিজীবী নায়ক-নায়িকা। কারণ একজন নায়ক-নায়িকা তার নিজস্ব পছন্দ এবং গতিধারায় থাকবেন। কোন ছবি করবেন, কোনটি করবেন না, তা একটা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে কেন করতে হবে! শিল্পীসত্তার স্বাধীনতা জাজ মাল্টিমিডিয়ার চাকরিজীবী নায়ক-নায়িকাদের নেই।’

তিনি বলেন,‘দুই বছর আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। সেখানে আমার স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আমি যখন কাজ করেছি, তখন নিজেকে চাকরিজীবী নায়িকা মনে করেছি। প্রতিমুহূর্তে আমি তা অনুভব করেছি। সবকিছু এই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে করতে হয়। এটা আমার জন্য খুব কষ্টের অভিজ্ঞতা। কারণ, আমি খুব স্বাধীনচেতা একজন মানুষ। ধরেবেঁধে কোনও কাজ আমাকে দিয়ে করানো সম্ভব না। বাধ্য হয়ে কোনও কাজ করতে আমি কখনোই রাজি না।’

পরীমণি বলেন, বেশিরভাগ সিনেমাই আমি না বুঝে করেছি। শুধু ‘স্বপ্নজাল’ আর ‘অন্তরজ্বালা’ ছাড়া। এই দু’ছবিতে কাজ করতে গিয়ে আমি বুঝেছি কিভাবে অভিনয় করতে হয়।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি