ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলকাতা মাতাচ্ছেন মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

মাহিয়া মাহি। ঢালিউডের অন্যতম সেরা নায়িকাদের একজন। তবে শুধু ঢালিউড নয়, এবার মাহি পর্দা কাঁপাচ্ছে কলকাতাতেও। সেখানে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তুই শুধু আমার’ সিনেমাটি। যেটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়ক সোহম চক্রবর্তী ও ওম প্রকাশ সাহানি।

ত্রিভূজ প্রেমের গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সিনেমাটিতে মাহিকে দেখা যাবে এক মডেলের চরিত্রে। যার জীবনে অনেক উচ্চাকাঙ্খা। সেসব পূরণ করতে গিয়েই ঘটবে নানা ঘটনা। সঙ্গে দুই নায়ক সোহম ও ওমের সঙ্গে মডেল মাহি কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন সেটাও দেখা যাবে।

মাহি যদিও ওমের বিপরীতে এর আগে ২০১৫ সালে ‘অগ্নি ২’ সিনেমায় কাজ করেছেন, তবে সোহমের বিপরীতে মাহির এবারই প্রথম অভিনয় করলেন।

‘তুই শুধু আমার’ সিনেমাটি নির্মিত হয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমা দুটিতে অভিনয় করেছেন মাহি। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ মাহির নায়ক ছিলেন কলকাতার অংকুশ হাজরা। সেই হিসেবে ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় চলচ্চিত্র।

সোহমের বিপরীতে অভিনয় করা নিয়ে মাহি বলেন, ‘অভিনয়ে আসার আগে থেকেই আমি সোহমের অভিনয় দেখি। ওর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা এখনো মনে পড়ে। এমন তারকার সঙ্গে কাজ করার মজাই আলাদা।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি