ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রবি শাস্ত্রীর প্রেম!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে প্রেম করছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। এমন খবর এখন বাতাসের মতো ঘুরছে সব জায়গায়। ইংল্যান্ড সফরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রবি শাস্ত্রীর। সিরিজ হারার পর সমালোচনার ঝড় সামলাতে যখন তিনি ব্যস্ত, তখন দমকা হাওয়ার মত উঠে আসে এমন একটি গুঞ্জন। শোনা যায়, দুই বছল ধরে তারা প্রেম করছেন।  

সংবাদমাধ্যমের তথ্য মতে, বহুদিন ধরে ডেটিং করছেন ৫৬ বছরের রবিশাস্ত্রী ও ৩৬ বছর বয়সী নিমরিত কৌর। আপাতত এই খবর অগ্নুৎপাতের মত ছড়িয়ে পড়েছে বলিউড জুড়ে। বহু অনুষ্ঠানেই রবি শাস্ত্রীর সঙ্গে নিমরিতকে দেখা গিয়েছে একসঙ্গে। কোনও পণ্যের লঞ্চ হোক বা বিভিন্ন পার্টি, নিমরিত -রবিকে বহুদিন ধরে একসঙ্গে দেখা গিয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে একাধিক বলিউড নায়িকার সঙ্গে রবি শাস্ত্রীর ঘনিষ্ঠতার খবর শোনা যায়। সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গেও তাঁর সম্পর্ক এককালে গড়ে উঠেছিল বলে জানা যায়। ২০১২ সালে ২২ বছরের বিবাহিত সম্পর্কের ইতি টেনে স্ত্রী রিতু সিং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রবিশাস্ত্রীর। বিয়ের আগে এবং পরে বিভিন্ন ঘটনা ঘিরে বার বার শিরোনামে আসেন রবি শাস্ত্রী।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি