ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

উইগের আড়ালে সোনালি, ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ৬ সেপ্টেম্বর ২০১৮

“ভ্যানিটি ইজ মাই ফেভারিট সিন৷” ১৯৯৭ সালের ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’ ছবির অ্যাল পাচিনোর সেই ডায়লগ৷ যা আজও সিনেদুনিয়ার সেরা সংলাপগুলির তালিকায় রয়েছে৷ রিলের এই ডায়লগই সাহস জোগাচ্ছে সোনালি বেন্দ্রেকে৷ ক্যান্সারের মতো মরণরোগে আক্রান্ত হয়েও বেঁচে থাকার লড়াই অটুট রয়েছে অভিনেত্রীর মনের জোর৷ আর কেমনভাবে সবকিছুকে ভুলে হাসিমুখে এগিয়ে চলেছেন সোনালি৷ সেই কথাই প্রকাশ পেল এই ভিডিও এবং ক্যাপশনে৷  

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের এই পথচলায় সাধারণ জীবনযাপনের রাস্তা ছাড়েননি সোনালি৷ সোশ্যাল মিডিয়ায় প্রায় নিজের আপডেট দিতে থাকেন ভক্তদের৷ কেমোথেরাপির পর তাঁর চেহারায় বদল ঘটেছে৷ সেই ছবিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন তিনি৷ তবে নিজেকে সুন্দর দেখতে কে না চায়৷

সম্প্রতি সেই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, “আমার ফেভারিট সিন গ্লুটোনি৷ অর্থাৎ সারাক্ষণ খাবার খাওয়ার লোভ৷ কিন্তু কে না সুন্দর দেখতে চায়৷ আমাদের যেমন দেখতে তা আমাদের উপর গভীর মনোবৈজ্ঞানিক প্রভাব ফেলে৷ একটু আলসেমি আমাদের কোনও ক্ষতি করে না৷ তুমি কীসে আনন্দ পাচ্ছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তা সেটা উইগ পরেই হোক বা ব্রাইট লাল রঙের লিপস্টিক পরে কিংবা হাই হিলস৷ যে যতই নিন্দা করুক, আসলে তাতে কিছু যায় আসে না৷ কেউ তোমার হয়ে ভুল ঠিক বিচার করে দিতে পারে না৷“

সম্প্রতি নায়িকা নিজের পছন্দসই উইগ কিনতে গিয়েছিলেন৷ সেই কিনতে গিয়েই হাজারও প্রশ্ন উঁকি দিয়েছিল তাঁর মনে৷ সেই কথাও লিখেছেন তিনি৷ “আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি নানা রকমের উইগ ট্রাই করছি তখন নিজেকে নিয়ে সন্দেহ হয়েছিল আমার৷ আমায় কী সুন্দর দেখতে লাগতেই হবে? বিনোদন জগতে মানুষ হিসেবে তোমায় যেন সবসময়ে সুন্দর দেখতে লাগে৷ এই প্রত্যাশাই সবকিছুর প্রথমে থাকে৷ সেটা ভাবনাই হয়তো আমার মধ্যে ঢুকে গিয়েছে৷ কিন্তু কিছুক্ষণ ভেবে আমি বুঝলাম আমায় নিজের জন্য সুন্দর হয়ে উঠতে হবে৷ আমার কাছে সৌন্দর্য্যের অর্থ কী? সেটার গুরুত্বই বেশি৷ যখন মনে হবে আমি স্কার্ফ পরে ঘুরতে চাই, ঘুরব৷ যখন মনে হবে আমি নেড়ামাথায় ঘুরতে চাই, সেইভাবেই ঘুরব৷ তোমার কাছে কোনটা আনন্দদায়ক, সেটা তুমি ছাড়া আর কেউ জানতে পারবে না৷”

উইগ পরে সেই ছবি আপলোডও করেছেন ইনস্টাগ্রামে৷ আর তাঁকে এই নতুন লুকে আসতে সাহায্য করেছেন গ্লোবাল গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ হেয়ারস্টাইলিস্টের খোঁজ তিনিই দিয়েছিলেন অভিনেত্রীকে৷ তাই প্রিয়াঙ্কাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ কলকাতা ২৪

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি