ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভিডিও

কার প্রেমে পড়েছেন অভিষেক?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৮

ঐশ্বর্য রাই বচ্চনকে ছেড়ে অভিষেক অন্য কারও প্রেমে পড়েছেন-এমনটা ভাবতেই পারেন৷ তবে এই ভাবনা সত্যি হবে একমাত্র রিলের দুনিয়ায়৷ প্রেম উনি করবেন ঠিকই তবে ছবির পর্দায়৷ ব্যক্তিগত জীবনে তিনি ঐশ্বর্যের লয়্যাল হাজবেন্ড৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মনমরজিয়া’ ছবির নতুন গান ‘চোঁচ লাড়াইয়া’৷

গানে ফুটে উঠেছে অভিষেক এবং তাপসী পান্নুর অনস্ক্রিন রোম্যান্স৷ গানটি গেয়েছেন হর্শদীপ কৌর এবং জাসিম শর্মা৷ গতেবাঁধা একই লাভ স্টোরি৷ টিপিক্যাল বলিউড রোম্যান্স৷ দুটি ছেলে একটি মেয়ে৷ ত্রিকোণ প্রেমের সম্পর্ক৷ ক্ল্যাইম্যাক্সে কার সঙ্গে মিল হবে নায়িকার৷ সেই নিয়ে টানটান উত্তেজনা৷ কিন্তু এই একই ছাঁচে ফেলা প্রেমের কাহিনিতে দর্শকের মন আর বসে না৷ সিনেপ্রেমীরা চায় গল্পে নতুন মোড়, ট্যুইস্টের পর ট্যুইস্ট৷ তাদের সেই খিদে আর কেউ মাথায় রাখুক না রাখুক পরিচালক অনুরাগ কাশ্যপ ঠিকই রাখেন৷

সেই কারণেই ‘মনমরজিয়া’ ছবির ট্রেলারে প্রেমের মোড়কে সিরিয়স মেসেজ নিয়ে এলেন তিনি৷ মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং তাপসী পান্নু৷ ছবির তিন চরিত্র ভিকি (ভিকি), রুমি (তাপসী) এবং রবি (অভিষেক)৷ ভিকি এবং রুমির টক-ঝাল-মিষ্টি সম্পর্কের খানিক ঝলক ট্রেলারের শুরুতেই দেখা গেছে৷ তাদের এই মিষ্টি সম্পর্কে সমস্যা একটাই, যখনই রুমি বিয়ের কথা বলে তখনই ভিকি বেঁকে বসে৷ রুমির পরিবারের সঙ্গে আজ কথা বলব কাল বলব বলে রোজই এড়িয়ে যায় ভিকি৷

সহ্যসীমার বাঁধ ভাঙতেই রুমি, ভিকিকে আলটিমেটাম দেয় যদি সে বিয়ের কথা না বলে তাহলে রুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেবে৷ প্রথমদিকে ব্যাপারটা নেহাতই ঠাট্টা ভেবে উড়িয়ে দিয়েছিল ভিকি৷ তবে রবির প্রবেশেই টনক নড়ল তার৷ ওই যে কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না৷ ভিকিরও হল সেই হাল৷ রবির সঙ্গে রুমির বিয়ে ঠিক হওয়াই ভিকির চরিত্রে দেখা দিল ‘রোমিও’র ছোঁয়া৷ রুমিকে পাওয়ার জন্য যে কোনও বাঁধা পেরোতে রাজি হয়ে যায় সে৷ নানা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সম্পর্কে তিক্ততা আসতে থাকে৷ প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় তাদের৷

অন্যদিকে, ধীরে ধীরে এগিয়ে আসছে বিয়ের ডেট৷ ট্রেলারে একটি দৃশ্যে দেখা যায় বিয়ের জন্য রবিকে বারণও করে দিল রুমি৷ তাহলে শেষ দৃশ্যে তাদের হানিমুনের প্রসঙ্গই বা উঠল কী করে? ভিকির সঙ্গে রুমির পরিবারের লড়াইয়েরই বা কী পরিণাম হল? সবের উত্তর পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর৷ চলতি বছর এই দিনেই মুক্তি পেতে চলেছে ছবিটি৷

ইনটেন্স লাভ স্টোরিতেও রয়েছে গুরুগম্ভীর সাবপ্লট৷ তবে অনুরাগ কাশ্যপের একটাই বার্তা বদলে দিচ্ছে সবার দৃষ্টিভঙ্গী৷ প্রেম, ভালবাসা, জটিলতাকে যেভাবে আমরা দেখি, তা পাল্টে যেতে পারে ‘মনমরজিয়া’র ছোঁয়ায়৷ সবাই বলে ‘লাভ ইজ কমপ্লিকেটেড’ কিন্তু অনুরাগ বলছেন, ‘লাভ ইজ নট কমপ্লিকেটেড, পিপল আর৷’

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি