ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান শাহ’র মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন পপি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অমর নায়ক সালমান শাহ’র আজ মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এ নায়ক। সালমান শাহ এর মৃত্যুতে ওই সময় শোক নেমে এসেছিলো গোটা ঢালিউডসহ সারা দেশে। তার হঠাৎ চলে যাওয়ায় মিডিয়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছিল। ওই সময় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিও শোকে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন যখন সালমান শাহ’র মৃত্যুর খবর পেলেন। পপি তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস এর মাধ্যমে সে অনুভুতির কথা জানান।      

তিনি লিখেন, ‘তারুণ্যের প্রাণপুরুষ অভিনেতা সালমান শাহকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে স্মরণ করছি। তার সঙ্গে আমার চারটি ছবিতে কাজ করার কথা ছিল। তিনটি ছবির চুক্তি হয়েছিল। যেদিন পরিচালক বাদল খন্দকারের ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। সেদিনই সকালে শুনলাম তিনি আর আমাদের মাঝে নেই। অঝোর কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। কারণ তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প পতিত হয়েছে অফুরন্ত ক্ষতির মুখে। যা হোক, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহতায়ালা তাকে বেহেশত নসীব করুন এই দোয়াই করি।’

সালমান শাহ’র অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, আঞ্জুমান, কন্ন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মৃত্যু নাই, সুজন সখী, তুমি আমার, প্রিয়জন, স্বপ্নের নায়ক, বুকের ভিতর আগুন, প্রেম পিয়াসী। এসব চলচ্চিত্রে অভিনয় করে খুব দ্রুত দর্শকদের মনে স্থান করে নেন সালমান শাহ।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি