ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ছেলের প্রেম নিয়ে বাবা ঋষি কাপুর যা বললেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৮

রণবীর কাপূর ও আলিয়া ভট্ট প্রেম করছেন সেটা এখন সবার কাছে পরিস্কার। কিন্তু এ নিয়ে রণবীরের বাবা এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে তিনি মুখ খুললেন।  

ভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে ঋষি কপূর জানিয়েছেন, ‘এটা রণবীরের জীবন। ও কাকে বিয়ে করবে সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। নীতু ওকে (আলিয়া) পছন্দ করে। আমি পছন্দ করি। রণবীরও ওকে পছন্দ করে। বোঝা গিয়েছে? আমি এটা বিচার করার কেউ নই। আমি, শাম্মিজি, শশীজি সবাই নিজেরাই জীবনসঙ্গী বেছে নিয়েছিলাম। তাই রণবীরেরও সেই অধিকার রয়েছে।’

ঋষির এই মন্তব্যই জল্পনাকে উশকে দিয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং-এর খাতিরে এখন অনেকটাই সময় একসঙ্গে কাটাচ্ছেন রণবীর ও আলিয়া। সোনম কাপূরের বিয়েতেও একসঙ্গে এই নতুন জুটির আগমন নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

এমনকী, তার পর থেকে আলিয়া ও রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বন্ধুত্বে ভাটা পড়ে বলে গুঞ্জন বি-টাউনে। আজকাল প্রায়ই একসঙ্গে রণবীর ও আলিয়াকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। তাই বলিউডের এই বিয়ের মরশুমে রণবীর ও আলিয়ার নামও যোগ হবে, এমনটা মনে করাই যায়!

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি