ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চলে গেলেন হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

চলে গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২। বহু ছবি এবং টেলিভিশন শো-তে অভিনয় করতে দেখা গেছে তাকে, যার মধ্যে ‘ড্যান আগাস্ট’ এবং ‘গান স্মোক’ অন্যতম। ১৯৯৭ সালে ‘বুগি নাইটস’ তার অন্যতম উল্লেখযোগ্য কাজ যা তাকে অস্কারের দৌড়েও সামিল করে।

শুক্রবার ভোরে ফ্লোরিডাতে জুপিটার মেডিক্যালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রেনল্ডের ম্যানেজার অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।

অস্কার নমিনেশন ছাড়া তিনি এমি এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পান। ‘ইভেনিং শেড’- এ অনবদ্য অভিনয়ই এই পুরস্কার এনে দেয় তার কাছে।

তার সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ১৯৭৮-১৯৮২ তিনি ক্যারিয়ারের মধ্যগগণে বিরাজমান ছিলেন। সম্প্রতি তিনি বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন যার মধ্যে ‘ওয়ানস আপন এ টাইম ইন হলিউড’ উল্লেখ্য। এতে ব্র্যাড পিট এবং লিওনার্ডে ডিক্যাপ্রিও রয়েছেন।

শিল্পী বিদায় নিলেও রেখে গেলেন তার অগণিত কাজ-স্মৃতি এবং ছেলে কুইনটনকে।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি