ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেলফিতে রিয়াজ-পপি-অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৮ সেপ্টেম্বর ২০১৮

সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলতে সবার আগ্রহ থাকে। তাই বলে এক সেলিব্রেটির সঙ্গে অন্য সেলিব্রেটির সেলফি তোলায়ও কি আগ্রহ থাকে?

চিত্রনায়কের রিয়াজের তোলা সেলফিতে হাসিমুখে পোজ দিয়েছেন চিত্রনায়িকা পপি ও অপু বিশ্বাস।

চিত্রনায়িকা পপি এ প্রসঙ্গে বলেন, আজ আমরা তিনজন যশোরে এসেছি। সকালে ঢাকায় বিমানের সিটে বসার পরপরই রিয়াজ ভাইয়ের সেলফিতে আমি ও অপু বিশ্বাস পোজ দেয়। আমরা মূলত যশোরে একটা ফাইভ স্টার হোটেলের উদ্বোধনীতে অতিথি হিসেবে অংশ নিতে এসেছি।

সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা অংশ নিব। আমাদের পাশাপাশি বিদ্যা সিনহা মিমও এখানে অংশ নিবেন।

রিয়াজ ও পপি ‘বিদ্রোহ চারদিকে’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ ইত্যাদি ছবিগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছেন। দর্শকরা ছবিগুলো দারুণ পছন্দ করে। এদিকে রিয়াজ-অপু ‘শুভ বিবাহ’  ও ‘বাজাও বিয়ের বাজনা’  ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি