ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘নাকাব’ ছবির প্রচারণায় ঢাকায় আসছেন নুসরাত-সায়ন্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৯, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পাশপাশি বাংলাদেশে এটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে।

এ ছবিতে শাকিব খানকে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দেখা যাবে। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রেও। ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই মুখ নুসরাত জাহান ও সায়ন্তিকা।

ঢাকায় ছবির প্রচারণার কাজে ছবি মুক্তির আগে ঢাকায় আসবেন কলকাতার এই দুই জনপ্রিয় অভিনেত্রী। তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবেন শাকিবও। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল অজিজ।

আবদুল আজিজ বলেন, দুই বাংলায় ‘নাকাব’ ছবিটি আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে দুই দিনের জন্য নুসরাত ও সায়ন্তিকা আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। আমরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় একটা অনুষ্ঠান করারও পরিকল্পনা করেছি। এ অনুষ্ঠানে নুসরাত ও সায়ন্তিকা অংশ নেবেন। এ বিষয়ে প্রাথমিক আলাপ চূড়ান্ত হয়েছে।

শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি