ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হ্যাকারদের কবলে শহিদ কাপুরের ইন্সটাগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাইবার ক্রাইম সর্বত্র। প্রতিদিন কেউ না কেউ সাইবার ক্রাইমের টোপে পা দিচ্ছেন। আমজনতা তো বটেই, সেলেব্রেটিদেরও ছাড় দেয় না হ্যাকাররা। কৃতি শ্যাননের পর এবার শহিদ কাপুরের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হল।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, পুত্রসন্তানের জন্মের পর স্বভাবতই খুশি এই বলিউড স্টার। তারই মধ্যে টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হল সম্প্রতি। তার অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনা কাইফের উদ্দেশ্যে বলা হয়েছে, `আই লাভ ইউ ক্যাটরিনা!`

জানা গেছে, ওই হ্যাকাররা আদতে তুরস্কের বাসিন্দা। শহিদ কাপুরের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনার প্রতি ভালোবাসা জানিয়েছেন অকপটে। আর সেখান থেকেই শুরু হয়েছে পানিঘোলা ও বিতর্ক।

শুধু প্রেম নিবেদনই নয়, ক্যাটরিনার `এক থা টাইগার` ছবির `মাশাল্লাহ` গান শেয়ারও করেছেন তিনি। অন্যদিকে, তুরস্কের সাইবার গ্রুপ আইলদিজ টিম থেকে রাজা আল্লাউদ্দিন নামে এক হ্যাকার শহিদ কাপুরের টুইটার হ্যাক করেছেন। তবে সেখানে বিতর্কমূলক কিছু পোস্ট করেননি ওই হ্যাকার।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি