ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আমার সব ভুল সামলে নিয়েছে গৌরী: শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১২ সেপ্টেম্বর ২০১৮

বলিউড তারকার শাহরুখ খান আর গৌরী খানের প্রেম, বিয়ে, দাম্পত্য যে কোনও দম্পতির কাছেই স্বপ্নের। জীবনে বহু কিছু ঘটেছে তবুও শাহরুখ-গৌরী কখনওই তাদের সম্পর্ক ভাঙার কথা ভাবতেও পারেননি। বিয়ের পর দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন শাহরুখ-গৌরী।

আজ তিনি বলিউড বাদশা ঠিকই তবে শাহরুখ খানের জীবনের শুরুটা হয়েছিল শূন্য থেকেই। যখন শাহরুখ খানের কাছে থাকার জন্য মুম্বাইয়ে কোনও জায়গা ছিল না, রাস্তায় শুয়ে দিন কেটেছে, ঠিক সেই সময় থেকেই শাহরুখের হাত ধরেছিলেন গৌরী। আজও সেই হাতটা তিনি ছাড়েননি। সম্প্রতি সালমান খানের শো `দশ কা দম`-এ এসে সবার সামনে বিশেষ কিছু স্বীকারোক্তি করেছেন শাহরুখ। কিং খান বলেন, ‘ তিনি জীবনে বহু ভুল করেছেন তবুও গৌরী তার হাত ছাড়েননি। আমি যতই খারাপ হয়ে যাই, যতই খারাপ কাজ করি, সে সব কিছু যদি কেউ সামলে নিতে পারে তা শুধুই গৌরী। আমি তো মনে করি গৌরীই আমার জীবনের সবকিছু সামলে নিয়েছে।‘

শাহরুখ আরও বলেন, ‘আমি জীবনে অনেক বড় অপরাধ করেছি। অনেক নোংরা কাজ করেছি কিন্তু কখনও না কখনও ও চুপ থেকে আমায় সামলে নিয়েছে।‘

প্রসঙ্গত, ২০১১ সালে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের খবরে সরগরম ছিল বি-টাউন।  যদিও শাহরুখ  বা প্রিয়াঙ্কা দুজনের কেউই বিষয়টি নিয়ে কোনও দিনই মুখ খোলেননি। তবে প্রিয়াঙ্কার জন্য নাকি মন্নতে গৌরীর সুখের সংসারে ঝড় উঠেছিল বলেও শোনা যায়। তবে যে কোনও কারণেই হোক সেই সম্পর্ক টেকেনি।  শাহরুখ আবারও তার গৌরীর কাছেই ফিরে আসেন। এখন প্রশ্ন তার নোংরা কাজ সত্ত্বেও মুখ বুঝে থেকে গৌরী তাদের সম্পর্ক সামলে নিয়েছেন এ কথা বলে কিং খান কি পিগি চপসের সঙ্গে তার প্রেমের কথাই পরোক্ষে স্বীকার করলেন? প্রশ্ন উঠছেই...

এ দিকে দশ কা দম ছাড়াও সম্প্রতি হাফিংটন পোস্টে শাহরুখ বলেন, ‘গৌরী আর আমার সম্পর্কের মধ্যে দিয়েই আমার সন্তানরা বড় হয়ে উঠেছে। আর শেষপর্যন্ত এটাই রয়ে গিয়েছে। আমরা বাবা-মা হয়েছি, আর এটাই সবকিছু বদলে দিয়েছে। সন্তানরাই এখন আমাদের সবকিছু, আমাদের জগত।‘

তবে শাহরুখের কথায়, আমাদের মত ফিল্মি দুনিয়ার মানুষজনের সঙ্গী কিংবা সঙ্গীনি হওয়া মুখের কথা নয়। কারণ আমাদের বাবা-মায়ের যেভাবে জীবন কেটেছে তার থেকে আমাদের জীব অনেকটাই আলাদা। গৌরীর প্রশংসা করে শাহরুখ বলেন, ‘গৌরী আর শুধু শাহরুখ খানের স্ত্রী নন, ও নিজেই নিজের যোগ্যতায় একটি আলাদা পরিচয় গড়ে তুলেছে।‘

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি