ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যে কারণে রণবীরকে নোংরা ছেলে বললেন আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১২ সেপ্টেম্বর ২০১৮

বিরাট কোহলিকে গত বছর ধুমধাম করে বিয়ে করেছেন আনুশকা শর্মা। আবার চলতি নভেম্বরে নাকি গাঁটছড়া বাঁধবেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু একটা সময় রণবীর-আনুশকার ব্যক্তিগত সম্পর্কের রসায়নের জল্পনা নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তাহলে রণবীর-আনুশকার সম্পর্ক দানা বাঁধল না কেন?

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে সেভাবে প্রকাশ্যে কখনও কথা বলেননি দুই তারকাই। তবে কর্ণ জোহরের একটি চ্যাট শো-এ গিয়ে নাকি মজা করেই মুখ খুলেছিলেন রণবীর-আনুশকা।

কর্ণের ওই শোয়ে গিয়ে নাকি হাসতে হাসতে আনুশকা বলেছিলেন, ‘আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জান? ও খুব নোংরা ছেলে…।’ এতদিন পর সে মন্তব্য নিয়ে মজা করেই আলোচনা শুরু হয়েছে বলি মহলে।

২০১০-এ মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-আনুশকা। রণবীরের ওটাই ছিল বলি ডেবিউ। ওই ছবির শুটিংয়েই নাকি একে অন্যের প্রেমে পড়েন। তবে ২০১১-এ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও একটি ঝামেলার সূত্রে তাদের সম্পর্ক ভেঙে যায় বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি