ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব অন্য দেশপ্রেমী, তার সঙ্গে কাজ করবো না: নিপুণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০০:১৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এক সময় ছোট পর্দায় কাজ করতেন নিপুণ। চটপটে আর মেধাবী অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা রয়েছে তার। নিজেকে ছোট পর্দায় সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। ২০০৬ সালে ‘পিতার আসন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।  

ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বদ্ধ হয়ে হয়ে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে কয়েকটি ছবি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায়।       

সম্প্রতি নিপুণ জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে আর ছবি করবেন না তিনি। এমন কি তাকে ‘অন্য দেশপ্রেমী বলে আখ্যায়িত করেছেন নিপুণ। জানিয়েছেন তার সঙ্গে আর কাজ করবেন না তিনি।

যদিও বর্তমানে ব্যবসা ও অন্যান্য কারণে অভিনয় থেকে সাময়িক দূরে আছেন নিপুণ। সম্প্রতি ‘এবং পূর্ণিমা’ নামের একটি টিভি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, ‘শাকিব খানের সঙ্গে এখন যদি কাজের প্রস্তাব আসে করবেন? ‘উত্তরে নিপুণ বলেন, না। মনে হয় না ওর (শাকিব খান) সাথে আর কাজ করব। কারণ ও খুবই অন্য দেশপ্রেমী। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক-প্রযোজক অন্য দেশ থেকে এসেছে।

জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কী জানতে চাইলে নিপুণ বলেন, ‘২০০১ সালে আমেরিকায় যাওয়া।’ তবে সেটি কেন ভুল সিদ্ধান্ত ছিল তা জানাতে চাননি নিপুণ।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিপুণ বলেন, তিনি দেশে এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে অভিনয়-নাচ শেখানো হবে। যাতে নাটক কিংবা সিনেমায় অভিনয়ের আগে আগ্রহীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি