ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির অপেক্ষায় আছে আরজু-পরী অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। গেল ঈদে ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ছবির প্রযোজক। ছবি মুক্তির আরও একটি তারিখ ছিল। অবশেষে পরিচালক শামীমুল ইসলাম শামীম বলছেন, ‘৫ অক্টোবরই মুক্তি পাচ্ছে ছবিটি।`

এই ছবিতে কায়েস আরজুর সাথে জুটিবদ্ধ হয়েছেন পরীমনি। সিদ্ধান্ত চূড়ান্ত উল্লেখ করে পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ৫ অক্টোবর আমরা ছবিটি মুক্তি দিতে যাচ্ছি ইতোমধ্যে প্রযোজক সমিতিতে নিবন্ধন করিয়েছি। প্রচারণাও  শুরু হয়েছে। 

নায়ক কায়েস আরজু বলেন, এই ছবিতে আমি একজন নাপিতের ছেলের ভূমিকায় অভিনয় করেছি। আমাকে দর্শক এর আগে যত ছবিতে দেখেছেন, এই ছবিতে ভিন্নতা পাবেন। গল্পের বিষয়ে বলব, এটি আমাদের সমাজের সাধারণ প্রেমের গল্প। পরীর সঙ্গে আমি এই প্রথমবার জুটি বেঁধে কাজ করেছি। ছবিতে আমাদের সুন্দর রসায়ন দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি।

পরিচালক শামীম বলেন, আমার ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। যিনি এরই মধ্যে অন্তরজ্বালা ও স্বপ্নজাল ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। যে কারণে উনার অভিনয় দর্শক জানে। মিশা সওদাগর ও আলীরাজ আমার এই ছবিতে অভিনয় করেছেন। 

আলীরাজ কিছুদিন আগে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মিশা সওদাগর নিজের অভিনয় দিয়ে খল চরিত্রে নিজেকে এক নম্বরে নিয়ে গেছেন। আর ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু, এরই মধ্যে তার বেশ কিছু ছবি দর্শক দেখেছেন।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’  ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি