ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কান্না নিয়ে ট্রলের শিকার আনুশকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তাকে নিয়ে শুরু হয়েছে ট্রল। তার আসন্ন চলচ্চিত্র ‘সুই ধাগা-মেইড ইন ইন্ডিয়ার ট্রেইলার মুক্তির পর থেকেই এ কাণ্ড শুরু হয়েছে। ‘সুই ধাগা সিনেমাতে আনুশকার একটি কান্নার দৃশ্য নিয়ে ট্রলের শিকার হলেন অভিনেত্রী।

আনুশকার ‘সুই ধাগা’ সিনেমার ট্রেইলারের একটি দৃশ্য মিমি-নির্মাতাদের নজরে এসেছে। সেখানে দেখা যায়, আনুশকা কান্না করে তার অন-স্ক্রিন স্বামী বরুণ ধাওয়ানকে ডাকছেন। এর পরই শুরু হয় নানারকম মিম বানানো।

এর আগে আনুশকাকে কখনো ফুটবল মাঠে, কখনো বিশ্বনেতাদের মাঝে, আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার পোস্টারে, ট্রেনে, কাঁচাবাজারে, বিরাট কোহলির পাশে, এমনকি মোনালিসার ছবিতেও তাকে স্থাপন করে মিম তৈরি করা হয়।

যদিও মিম তৈরির বিরুদ্ধে কোন কথা না বলে আনুশকা এটাকে স্বাভাবিক ও মজা হিসেবে নিয়েছেন।

সূত্র : টাইমস নাউ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি